কলকাতা: বুথফেরত সমীক্ষার ফল আগেই উড়িয়ে দিয়েছেন বিরোধী নেতারা। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ( Mallikarjun Kharge) বাড়িতে ইন্ডিয়া জোটের (INDIA Alliance ) শীর্ষ নেতাদের বৈঠক বসে। সেখানেই কংগ্রেস সভাপতি দাবি করেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসন পেয়ে সরকার গড়বে। ওই বৈঠকে অবশ্য গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে গরহাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন না তাঁর দলের অন্য কোনও নেতাও। যা দেখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, দিদি জল মাপছেন।
এদিকে ইন্ডিয়া জোটের তাবড় শীর্ষ নেতাদের মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এবং পরিস্থিতি বুঝে বুধবার পর্যন্ত দিল্লিতে থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পরই জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসবেন। পর্যালোচনা অনুযায়ী আশানুরূপ ফল না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তাও জোটের নেতারা ঠিক করে রেখেছেন। সেই সব কর্মসূচির মধ্যে রয়েছে সাংবাদিক বৈঠক, নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ, রাষ্ট্রপতির কাছে দরবার ইত্যাদি। রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকাও তুলে ধরা হবে বলে কংগ্রেস সূত্রের খবর। এটা জোটের প্ল্যান বি। গণনা কেন্দ্রের নিরাপত্তা এবং গণনায় কারচুপির শঙ্কায় জোটের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করেন রবিবার। কমিশন কর্তারা বিরোধী নেতাদের আশ্বস্ত করেন।
আরও পড়ুন: প্রত্যাবর্তন না পরিবর্তন, অপেক্ষায় সারা দেশ
ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, এ ব্যাপারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সায় রয়েছে। তবে তিনি মঙ্গলবার দিল্লি আসছেন না। এর আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব শনিবারই তৃণমূল নেত্রীকে দিল্লিতে আসার অনুরোধ জানিয়েছিলেন। তখন তিনি কংগ্রেস নেতাদের জানান, ওইদিন রাজ্যে নটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের ভোট। এই সব কটি কেন্দ্রই তৃণমূলের দখলে। তাই তাঁর পক্ষে দিল্লি আসা সম্ভব নয়। মমতা এও জানিয়েছিলেন, সেরকম হলে ৪ জুন তিনি দিল্লিতে হাজির থাকতে পারেন। কিন্তু তৃণমূল সূত্রের খবর, মমতা মঙ্গলবারও কলকাতা ছাড়তে রাজি নন। তিনি কালীঘাটের বাড়ি থেকে ভোট গণনার দিকে নজর রাখবেন। প্রসঙ্গত, রবিবার সংবাদমাধ্যমকে এক সাক্ষাতকারে ইন্ডিয়া জোট জিতলে সরকারে যোগ দেওয়া সম্পর্কে তৃণমূল নেত্রী বলেন, ফল প্রকাশের পর অঙ্ক কষে সিদ্ধান্ত নেব। প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আসলে দিদি জল মাপছেন।