কলকাতা: ইন্ডিয়া জোট ( INDIA Alliance)মানেই তৃণমূল বলে দাবি করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার জোট প্রসঙ্গে কুণাল বলেন, ‘ইন্ডিয়া’ নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) নিয়ন্ত্রকের ভূমিকা নেবে তৃণমূল। বিজেপিকে রুখতে তৃণমূল একাই একশো। সিপিএম (CPM) ও কংগ্রেসকে (Congress) ভোট কাটুয়া বলে কটাক্ষ করে করে তৃণমূল নেতা বলেন, এদের একটি ভোটও দেবেন না। এরা বিজেপির দালাল। এই অধীরের কংগ্রেস আর সেলিমের সিপিএম অক্সিজেন দিচ্ছে বিজেপিকে। বাংলায় কংগ্রেস এবং সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কুণালের আরও অভিযোগ, বাংলায় তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া করেছে সিপিএম এবং কংগ্রেস। তাঁর দাবি, বাংলায় তৃণমূল ৩০ থেকে ৩৫টি আসনে জিতবে। সেই সংখ্যা ৩৮-৩৯ এ গিয়ে ঠেকতে পারে।
আরও পড়ুন: আপ সাংসদকে জামিন দিল সুপ্রিম কোর্ট
রবিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) সমর্থনে ধুবুলিয়ার সভায় মমতা দাবি করেন, ‘ইন্ডিয়া’ নামটি তাঁরই দেওয়া। তবে বাংলায় কংগ্রেস বা সিপিএমের সঙ্গে তৃণমূল নেই। কংগ্রেস বা সিপিএমকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chaudhury) বলেন, ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। রাজ্যে অ-বিজেপি জোট ভাঙার দায় সরাসরি মমতার উপর চাপিয়ে বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি, ‘ইন্ডিয়া’-র সঙ্গে আলোচনা ছাড়া একতরফা ভাবে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তাঁর আরও অভিযোগ, মমতা নিজেকে এবং ভাইপোকে বাঁচাতে বাংলায় ইন্ডিয়া জোটের সঙ্গ ত্যাগ করেছেন।
দেখুন ভিডিও