ইন্ডিয়া জোট নিয়ে ক্ষুব্ধ নওশাদ, জানালেন তিনি সেখানে নেই

দুর্গাপুর: ইন্ডিয়া জোট নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। তিনি জানিয়ে দিলেন, জাতীয় স্তরেও তৃণমূলের সঙ্গে থাকবে না আইএসএফ। প্রয়োজনে একা লড়বে দল। জাতীয়স্তরে জোট আর রাজ্যস্তরে বিরোধী এই অবস্থান নিয়ে চলবে না আইএসএফ (ISF)। রবিবার দুর্গাপুরের শ্রমিক মিলন উৎসবে এসে এমনই মন্তব্য নওশাদের। নওশাদ বলেন, যারা রাজ্যে দুর্নীতির সঙ্গে যুক্ত, মিড ডে মিলে দুর্নীতি করে, … Continue reading ইন্ডিয়া জোট নিয়ে ক্ষুব্ধ নওশাদ, জানালেন তিনি সেখানে নেই