বসিরহাট: মিড ডে মিলের ডাল ও চালে পোকা কিলবিল করছে। সেই চালেই হচ্ছে রান্না। রান্নার হাঁড়িতেও ভাসছে পোকা। শিশু শিক্ষা কেন্দ্র ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। ক্ষমাপ্রার্থী শিক্ষিকারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ২ নম্বর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, বহুবার অভিভাবকেরা অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। তাই শুক্রবার একইরকমভাবে রান্না হওয়া দেখে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পোকা লাগা চাল ডাল আইসিডিএস কর্মীদের গায়ে ছুড়ে স্কুল ঘিরে চলে বিক্ষোভ।
আরও পড়ুন: জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ, বিজেপির ৫ বিধায়ককে তলব লালবাজারের
এক আইসিডিএস কর্মী রীনা মজুমদার বলেন, চাল ঝেড়ে নেওয়া হয়েছে। তারপরেও পোকা আছে কী করব। বিডিও অফিসকে জানানো হয়নি এটা তাঁর ভুল হয়েছেও বলেও স্বীকার করেন তিনি। তিনি এই বিষয়টা বিডিও অফিসকে জানাবেন। পাশাপাশি বসিরহাট মহকুমার একাধিক আইসিডিএস সেন্টারে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রী থেকে অভিবাবকরা। এছাড়াও কোথাও খোলা আকাশের নীচে শিশু শিক্ষা কেন্দ্র আবার কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা চলছে শিশুদের। সবমিলিয়ে আইসিডিএস সেন্টার নিয়ে রীতিমতো সমস্যায় শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী।
এই ঘটনায় বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধান বলেন, পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখব। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হব। যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়, তার ব্যবস্থা করা হবে।