কল্যাণী: নদিয়ার কল্যানী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের গেট আটকে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির। প্ল্যান্টের ভিতরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় আধিকারিকদের। আন্দোলনরত তৃণমূল শ্রমিক সংগঠনের অভিযোগ, ম্যানেজমেন্ট রাজনীতি করছে। নতুন করে টেন্ডার পাওয়া ট্রান্সপোর্টের অনুমোদিত বেশ কিছু ট্রাক লোডিং করতে দিচ্ছে না। তৃণমূল শ্রমিক সংগঠনের আওতায় থাকা ট্রাক লোডিং করতে দিচ্ছে না ম্যানেজমেন্ট। মেজেন্টমেন্ট বিজেপিকে কিছু ট্রাক দেওয়ার কথা বলছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারী তৃণমূল শ্রমিক সংগঠনের।
সংগঠনের আরও অভিযোগ, প্রায় ৪৫ জন ট্রাক চালক কর্মহীন হয়ে রয়েছে। বারবার ম্যানেজমেন্টকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি। যতক্ষণ না পর্যন্ত সব চালক ও ট্রাক লোড হচ্ছে ততক্ষণ আধিকারিকদের আটকে রেখে আন্দোলনের হুঁশিয়ারি দেয় তৃণমূল শ্রমিক সংগঠনের। যদিও প্ল্যান্টের কাজ চলছে। এ বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কেউ এই নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন: মেট্রোর লাইনে যুবক-যুবতী, থমকে পরিষেবা