শিলিগুড়ি: বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে দেবকে (Dev) দেখেই ‘জয় শ্রীরাম’ (Jai Sriram) যুবকের। স্লোগান দেওয়া ব্যক্তিকে জড়িয়ে ধরলেন বিদায়ী সাংসদ দেব। মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে (Balurghat Campaing) যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন দেব। সেখানেই তৃণমূলের তারকা প্রার্থীকে দেখামাত্রই ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। তবে কোনও বিরক্তি প্রকাশ না করে হাসিমুখে দেব জড়িয়ে ধরলেন ওই বিজেপি কর্মীকে। মেলালেন হাতও।
আরও পড়ুন: চাকরি বাতিল, বুধবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন
এ প্রসঙ্গে দেব বলেন, রামনবমীতে জয় শ্রীরাম বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ যেন ধর্ম না শেখায়। আমরা মসজিদেও যাই, আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। হ্যাঁ,অনেক সময় বিরোধী দলেরা দেখলে স্লোগান দেয়, ঠিক আছে। দেব বলেন, ‘আর দেবকে দেখলে এমন স্লোগান হবেনা এমন তো হতেই পারেনা। দেব জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সব সময় রাগে কাজ হয় এমনটা নয়, ভালবাসাতেও হয়।
অন্য খবর দেখুন