জলপাইগুড়ি: উত্তরীয় পরিয়ে জঙ্গল সাফারিতে অর্ভ্যথনা পর্যটকদের। তাও আবার বনদফতরের পক্ষ থেকে। যা কিনা পর্যটকের ডুয়ার্স ঘোরার আলাদা স্বাদ জুড়েছে। তিনমাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল জলদাপাড়া অভয়ারণ্য। জঙ্গল খুলতেই সূচনা হল পর্যটকদের জঙ্গল সাফারি দিয়ে। গত ৩ মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। ১৬ সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সংরক্ষিত বনাঞ্চল গুলি। ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে জিপসি সাফারি ও হাতি সাফারি।
এদিন সকালে গরুমারার জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বন দফতরের কর্মীরা। প্রথম দিনেই প্রচুর পর্যটক জিপসি নিয়ে জঙ্গলে ঢুকতে দেখা গেল। স্বাভাবিকভাবেই এদিন থেকে ফের বন্যপ্রাণীদের দেখার, জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এই মুহূর্তে উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টি হচ্ছে। তাই পুজোর মরশুমে বর্ষার জঙ্গলের আনন্দ অনুভব করতে পারবেন সকলে। তবে বৃষ্টি কতদিন থাকবে, তার উপর নির্ভর করবে সব।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ার অ্যালমুনিয়াম কারখানায়
জঙ্গল ঘুরতে আসা পর্যটকরা বলেন, বনকর্মীরা যেভাবে বরণ করে আমাদের জঙ্গল ঢুকতে স্বাগত জানালেন, সত্যি ভালো লাগলো। তিনমাস বন্ধ থাকার পর এদিন জঙ্গল খুলে গেল। খুব ভালো লাগছে জিপসি সাফারির মধ্য দিয়ে জঙ্গল ঘুরতে পারবো। তবে আমরা উৎসুক জঙ্গলে প্রবেশের পর কোন কোন বন্য জন্তুদের দেখা মিলবে।
দেখুন আরও অন্যান্য খবর: