মেদিনীপুর: তৃণমূলের দখলে মেদিনীপুরের (Medinipur Lok Sabha) মতো হেভিওয়েট লোকসভা। জয়ী হলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া (TMC Candidate June Mailah)। মঙ্গলবার ভোটের গণনা শুরু হতেই দেখা যায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) কিছুটা এগিয়ে। মনে হচ্ছিল মেদিনীপুর থেকে গেল বিজেপির হাতেই। তবে শেষ হাসি হাসল জুন মালিয়ার। বিজেপি হাত থেকে মেদিনীপুর ছিনিয়ে নিল তৃণমূলের জুন। শেষ অবধি জয় এল জুন মালিয়ার। ২৭ হাজারেরও বেশি ভোটে জিতলেন তিনি।
আরও পড়ুন: কেষ্টহীন বীরভূমে বিজয়রথ অব্যাহত শতাব্দীর
২০০৯ সালেই শেষবার বামেরা দখল ছিল মেদিনীপুর। দীর্ঘদিনের বামেদের ঘাঁটি ছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলরে দখলে চলে যায়। আবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ফোঁটে পদ্ম। এবার দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছিল মেদিনীপুরে প্রার্থী। দিলীপ ঘোষের জয়ী এই আসনকে ধরে রাখতে পারল না অগ্নীমিত্রা। শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়াই। অন্যদিকে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছিল বিজেপি। কীর্তি আজাদের কাছে হারতে হল দিলীপকে। একদিকে মেদিনীপুরও অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর হাতছাড়া পদ্মশিবিরের।