Placeholder canvas
Homeরাজ্যজুটমিলের ছাদ ভেঙে দুর্ঘটনা, মৃত ১

জুটমিলের ছাদ ভেঙে দুর্ঘটনা, মৃত ১

শুক্রবার সকালে হাওড়ার ঘুসুড়ির কালীতলায় হনুমান জুটমিলের ছাদ ও পাঁচিল ভেঙে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের নাম নিখিল সিংহ সরদার (২২), বাড়ি বাঁকুড়ায়। এখনও পর্যন্ত সেখানে উদ্ধারকার্য চলছে।

আরও পড়ুন: আপাতত স্বস্তি বিদ্যুতের, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানাল আদালত

শুক্রবার সকাল ৬ টায় গঙ্গার দিকের জুটমিলের শেডটি আচমকাই ভেঙে পড়ে। তখন সেখানে মর্নিং শিফটের কাজ চলছিল। ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। আসেন সিপি সহ পুলিশের আধিকারিকরা। উদ্ধারকাজ চলছে। এদিন সাতসকালেই ঘুসুড়ির হনুমান জুটমিলের একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়া ধ্বংস্তুপের নিচে কেউ আটকে আছেন কিনা তা জানতে দমকল ও সিভিল ডিফেন্স এবং প্রশাসনের তৎপরতায় সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। ঘটনার জেরে একাধিক জন আহত হয়েছে, তবে এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments