বীরভূম: চতুর্থ দফার নির্বাচন (4th Phase LokSabha Election) মিটতেই কেষ্টহীন বীরভূমে (Birbhum) উড়ল সবুজ আবির। কাজল শেখের (Kajal Sheikhs) নেতৃত্বে বিজয় মিছিল (Victory Rally), উড়লো সবুজ আবির। তৃণমূলের অকাল বসন্ত জেলা পরিষদের সভাধিপতির গ্রাম নানুরের পাপুড়িতে। হাজার হাজার তৃণমূল কর্মীরা হাঁটল চতুর্থ দফার ভোটে বিজয় মিছিলে। সেই সঙ্গে তৃণমূল প্রার্থীদের জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কাজল শেখ। তিনি বলেন, বীরভূমের তৃণমূল প্রার্থী হিসাবে শতাব্দী রায় এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে, আর বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে।
এমনিতে অনুব্রত হীন বীরভূমে তৃণমূলের রাজনৈতিক পটে ঘটে নানা পরিবর্তন। একাধিকবাক তৃণমূলের গোষ্টিকোন্দলের খবর প্রকাশ্যে এসেছিল। ভোটের কিছুদিন আগেই কাজল শেখকে বীরভূমের কোর কমিটি এমনকি নির্বাচন কমিটি থেকে বার করেছে দল। শতাব্দী রায়ের বিরুদ্ধে একাধিক স্তরে মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে। নির্বাচনের প্রচারে একাধিকবার সাধারণ মানুষের ক্ষোভে মুখে পড়েন শতাব্দী। সোমবারের নির্বাচনের বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। তার মাঝে ভোট মিটতেই অকাল বসন্তে মাতল বীরভূম।
আরও পড়ুন: বন্ধ দোকানপাট, সন্দেশখালিতে ফের থমথমে পরিবেশ
আগামী ৪ জুন ২৪ শে লোকসভার নির্বাচনের ফলাফল। এ যেন তার আগেই জয়জয়কার তৃণমূলের। বীরভূমে দুটি লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম। সোমবার ইনির্বাচন শেষ হয়েছে। ভোট শেষ হতেই বীরভূমের নানুরে তৃণমূলের বিজয় মিছিল। নেতৃত্বে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার জন্মভিটে নানুরের পাপুড়িতে লোকসভা ভোটের বিজয় মিছিল। হাজার হাজার তৃণমূল কর্মী পা মেলালো। রাঙ্গামাটির চন্ডীদাসে নানুরে উড়লো সবুজ আবির। তৃণমূলের বিজয় মিছিলের উদ্যোক্তা কাজল শেখ জানান, সোমবার চতুর্থ দফার নির্বাচন মিটেছে। আমাদের বীরভূম জেলায় দুটি লোকসভা আসনে ভোট হয়েছে। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি না। বোলপুর লোকসভায় তিন লক্ষ ভোটের মার্জিন এ আমরা জিতে গিয়েছি। বীরভূম লোকসভা আসনেও ২ লক্ষর বেশি ব্যবধানে জিতে গিয়েছি। এদিন আমরা বিজয় মিছিল করলাম। সবুজ আবির খেলা হল। সকালে বসন্ত পালন করলাম নির্বাচনে জয়লাভ করার জন্য।
অন্য খবর দেখুন