কল্যানী: সরকারি হাসপাতালের ঘর দখল করে বেসরকারি ল্যাবের বানিয়ে চলছে দালাল রাজ! রাজ্যের হার্টের একমাত্র সরকারি হাসপাতালে গান্ধী মেমোরিয়াল হাসপাতলের ঘটনা। বহুদূর থেকে মানুষ এখানে আসেন বিনামূল্যে হার্টের চিকিৎসার জন্য। সরকারি হাসপাতালে প্যাথলজি থেকে শুরু করে ইসিজি কোনও কিছুর জন্যই টাকার প্রয়োজন হয় না এখানে। বিনা পয়সায় সরকার থেকে ব্যবস্থা করা হয়। এবার সেই হাসপাতালের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। জানা যাচ্ছে ওই হাসপাতালের ঘর দখল করে রীতিমতো কুপন কেটে হাসপাতালে বসেই রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার রোগীদের কাছ থেকে একরকম জোর করে ২০০০ থেকে ২৫০০ টাকা নেওয়া হচ্ছে।
আর পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ সভা তৃণমূলের
দীর্ঘদিন ধরে এই চক্র চলে আসছে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। সন্ধ্যের পর একেবারেই দালাল চক্রের নিয়ন্ত্রণে চলে যায় হাসপাতাল। এমনকী ডাক্তাররাও বলেন রক্ত পরীক্ষা করতে এই টাকায় লাগবে। বেশিরভাগ রোগীর আত্মীয় ভয়ে বাধ্য হন এই বেসরকারি প্যাথলজিতে রক্ত পরীক্ষা করতে। কীভাবে হাসপাতালে নিরাপত্তারক্ষী থাকতেও হাসপাতালের ঘর দখল করে একেবারে কাউন্টার খুলে এই কাজ চলছে তা অজানা। এমনকী কাদের মদতে দিনের পর দিন এভাবে চলে আসছে সেই নিয়েও প্রশ্ন উঠছে।
এরপর রোগীর আত্মীয়রা বিষয়টি গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ করেন। তারপরেই পুলিশ সন্ধ্যায় অপারেশনে আসে। তাঁদের কাগজপত্র ব্যাগ ফেলে দিয়ে চম্পট দেয়। যদিও সেই সময় ভারপ্রাপ্ত ডাক্তার এ ব্যাপারে কিছু বলতে চাননি।
দেখুন আরও খবর: