কামারহাটি: সারারাত ক্লাবে ছাত্রদের আটকে রেখে মারধর ও ব়্যাগিংয়ের অভিযোগ তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের,পলাতক অভিযুক্তরা। গণ্ডগোলের সূত্রপাত রথের দিন থেকে। সেই সময় থেকেই তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবজ্যোতি দে ওরফে রানা ও রাকেশ ভৌমিকের বিরুদ্ধে।
অভিযোগ, তাঁদের দলে থেকে সেই ছাত্রদের কাজ করতে হবে। এমনটাই চাপ দিচ্ছিল এই দুই ছাত্রনেতা। সেই কথায় যখন ছাত্ররা রাজি না হয়, তখনই তাঁদের উপর নেমে আসে অত্যাচার। বেলঘড়িয়া দেশপ্রিয়নগর এলাকায় আদর্শ ক্লাবের সামনে সঞ্জয় দাস নামে এক ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই সময় সায়ন্তন রায় নামে আরও এক ছাত্র তাঁকে বাঁচাতে যায়। এরপর সায়ন্তনকে আদর্শ পল্লী ক্লাবে সারারাত আটকে রেখে মারধর করার পাশাপাশি তাঁর উপর চলে ব়্যাগিং। জোর করে তাঁকে মদ খাওয়ানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: ফের ব্যবসায়ীকে মারধরের অভিযোগ কামারহাটিতে
পাশাপাশি তাঁদেরকে ফোনে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত ছাত্ররা। এই ঘটনায় বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের ওই দুই ছাত্র নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ওই দুই ছাত্রনেতা। এই ঘটনায় ক্লাবের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: