skip to content

কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৬)

লড়াই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ… ব্যক্তি মানুষের অধিকার, রাষ্ট্র আর শাসকদের মধ্যে এক স্ববিরোধিতার সম্পর্ক বহু আগে থেকেই। রাষ্ট্র, শাসক সত্য মেনে নেয় না, তারা প্রশ্নকে ভয় করে, তারা ডোন্ট কেয়ার আটিচ্যুডকে বিদ্রোহ মনে করে, এটা রাষ্ট্র আর শাসকের চরিত্র। আর ঠিক তাই রাষ্ট্রের মধ্যেই থাকে এক বিচার ব্যবস্থা, যে নাকি নির্মোহ, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে … Continue reading কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৬)