কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৭)

দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক জি এন সাইবাবা, সাংস্কৃতিক কর্মী হেম মিশ্রা সমেত সাতজন জেল থেকে বাইজ্জত রিহা হলেন, নির্দোষ হিসেবে বেরিয়ে এলেন। কিন্তু মধ্যে কেটে গেল ১০টা বছর। বড্ড তেএঁটে কিছু মানুষ, যাদের একজনকেও দুর্নীতির সঙ্গে জড়ানো যাবেই না, মানে ধরুন ভারাভারা রাও, কি গৌতম নওলাখা বা অরুন্ধতী রায় বা সোমা সেন, উমর খালিদ এঁদের দুর্নীতি … Continue reading কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৭)