আসানসোল: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চেক বইয়ে সই জাল করে লক্ষাধিক টাকা গায়েব গৃহবধূর। এটিএম কার্ড থেকে নয়, ব্যাঙ্কে থাকা চেকে সই জাল করে লক্ষাধিক টাকা গায়েব দুর্গাপুরের এক গৃহবধূর। দুর্গাপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
ব্যাঙ্কের কর্মী এই প্রতারণার সঙ্গে যুক্ত বলে অভিযোগ প্রতারিতের। অভিযুক্ত কর্মীর সঙ্গে জামতাড়া গ্যাং-এর কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। সিটি সেন্টার শাখার চিফ ম্যানেজার সুনীল সাহু জানান, উনি টাকা পেয়ে যাবেন। আমারও ব্যাঙ্কের তরফে তদন্ত করব। ব্যাঙ্ক থেকে পুলিশেও অভিযোগ দায়ের করা হবে।
আরও পড়ুন: আরজি করে কোথায় থাকছে সিআইএসএফ?
আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (সাইবার ক্রাইম) বিশ্বজিৎ নস্কর জানান, চেক জালিয়াতির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: