কলকাতা: বারাসত কেন্দ্রে (Barasat Lok Sabha) প্রার্থী বদল করল বামেরা। ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষের জায়গায় দলের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে (Sanjeev Chatterjee) প্রার্থী করা হল। বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে প্রবীর ঘোষের (Prabir Ghosh) নাম আগেই ঘোষণা করেছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নাম ঘোষণার পর প্রবীরের নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি প্রবীরের বিজেপি যোগের অভিযোগ ওঠেছে। বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে জানা গিয়েছে। প্রবীরের বিরুদ্ধে অভিযোগ উঠতেই জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বুধবার দুপুরে রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করে। সেখানেই প্রার্থী বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
আরও পড়ুন: ইদে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বইবে ঝোড়ো হাওয়া
প্রবীর ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই জল্পনা চলছিল প্রার্থী বদলের। অবশেষে সেটাই হল। বুধবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়, বারাসতে প্রার্থী বদলানো হবে। প্রবীরের বদলে প্রার্থী করা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে। পরে তাঁর নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে বুধবার জানানো হয়, জয়নগর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন আরএসপির সমর মণ্ডল। বরাহনগর বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ২০১৬ সালে উত্তর দমদম থেকে জিতে বিধায়ক হন। লোকসভা ভোটের সঙ্গে ভগবানগোলা ও বরাহনগর বিধানসভা কেন্দ্রদুটিতে ভোট হবে। ১ জুন ভোট হবে বরাহনগরে। বাংলায় সাত দফায় ভোট হচ্ছে। বামফ্রন্ট দফায় দফায় সাতবার প্রার্থীদের নাম ঘোষণা করল। সব মিলিয়ে ৩০টি কেন্দ্রে বামেরা লড়াই করছে।
অন্য খবর দেখুন