ধূপগুড়ি: গ্রামে গজিয়ে উঠেছে মদের দোকান। ফলে নেশাতে আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। একাধিকবার মদের দোকান বন্ধের দাবির কথা বলা হলেও টনক নড়েনি প্রশাসনের। ধূপগুড়ি থানা, মহকুমা পুলিশ আধিকারিক এবং বিডিও অফিসে ডেপুটেশন দিল বালা পাড়ার গ্রামবাসীরা।
অভিযোগ, ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দামবাড়ির বালাপাড়া এলাকায় গজিয়ে উঠছে মদের দোকান। দুই ব্যক্তির বিরুদ্ধে মদের ব্যবসা করার অভিযোগ উঠেছে। এর জেরে নেশাতে ঝুঁকে পড়ছে যুবসমাজ। পাশাপাশি মদ্যপান করে বাড়িতে গিয়ে অশান্তির সৃষ্টি করছে। একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও নজর দেয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন: কলকাতায় দানা’র প্রভাব কতটা, কী জানাল আলিপুর
এদিকে বুধবার গ্রামের মহিলারা দল বেঁধে এসে পুলিশের কাছে ডেপুটেশন দেন। এলাকাবাসী অনিতা শীল, অসীমা শীল বলেন, দিনের পর দিন গ্রামে দু’জন মিলে মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে বাড়ির পুরুষেরা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করছে। আমরা এবার বাধ্য হয়ে পুলিশের কাছে ডেপুটেশন দিলাম। পুলিশ দ্রুত দুইজনকে গ্রেফতার করে গ্রামে মদের ঠেক ভেঙে ফেলুক।
দেখুন আরও অন্যান্য খবর: