নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার (RG Kar Case) শুনানি শুরুর আগেই ধাক্কা লাগল রাজ্যের। মহিলা আইনজীবীদের সুরক্ষার কারণ দেখিয়ে শুনানির লাইভ সম্প্রচার বন্ধ করার অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud) সেই অনুরোধ খারিজ করে দিয়ে বলেন, এটি জনস্বার্থ সম্পর্কিত মামলা, লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না।
মঙ্গলবার মুখবন্ধ খামে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। শুনানি শুরু আগে সিবল বলেন, “মামলা শুরুর আগে আমরা পাঁচ-দশ মিনিট বলতে চাই। বাইরে বিষয়টির অন্যভাবে ব্যাখ্যা হচ্ছে। এই মামলায় যুক্ত মহিলা আইনজীবীরা সোশ্যাল মিডিয়ায় খুন, অ্যাসিড হামলার হুমকি পাচ্ছেন। আমাদের সম্মান রয়েছে। বলা হচ্ছে, আমরা নাকি এজলাসে হাসাহাসি করছি।” এই কথা বলে লাইভ সম্প্রচার বন্ধের আর্জি জানান রাজ্যের আইনজীবী।
আরও পড়ুন: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দেন, লাইভ সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়, কারণ জনস্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত এই মামলা। এরপর শুরু হয়ে যায় শুনানি এবং আগের দিনের মতোই চলছে তার সরাসরি সম্প্রচার। এদিকে সিবিআইয়ের মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার পর, মৃতের বাবা-মাও মুখবন্ধ খামে চিঠি দিয়েছেন তিন বিচারপতির বেঞ্চে।
দেখুন অন্য খবর: