কলকাতা: জোর টক্করে জমে উঠেছে লোকসভা নির্বাচনের ভোট গণনা (Lok Sabha Election 2024 Result)। আজই নির্ধারণ হয়ে যাবে এবার দিল্লির মসনদে বসছে কোন দল, সরকার গঠন করছে কারা। এবার নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন। ভোট ময়দানে কোথায় দাঁড়িয়ে তারকা প্রার্থীরা? দেখুন
- কঙ্গনা রানাওয়াত: মান্ডি থেকে এবার বিজেপির হয়ে লড়াই করছেন কঙ্গনা রানাওয়াত। রাজনীতির ময়দানে ওয়া রেখেই চমক লাগাচ্ছেন বলিউডের কুইন। ২২ হাজার ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি।
- অরুণ গোভিল: মিরাট কেন্দ্র থেকে বিপুল ভোটে এগিয়ে আছেন রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিক খ্যাত রাম। তাঁর বিপক্ষে লড়ছেন বিসপি প্রার্থী দেবরত কুমার ত্যাগী এবং এসপি প্রার্থী সুনীতা বর্মা।
- মনোজ তিওয়ারি: উত্তর-পূর্ব দিল্লি লোকসভা থেকে এগিয়ে রয়েছেন অভিনেতা মনোজ তিওয়ারি। তিনি লড়ছেন কংগ্রেস প্রার্থী কানাইয়া কুমারের বিরুদ্ধে।
- শত্রুঘ্ন সিনহা: আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলি অভিনেতা। এখনও পর্যন্ত তিনি এগিয়ে আছেন গণনা অনুযায়ী।
- হেমা মালিনী: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মথুরা থেকে লড়েছিলেন তারকা বিজেপি প্রার্থী বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এবারও তিনি লড়ছেন মথুরা থেকে। গণনা অনুযায়ী, এখনও পর্যন্ত তিনি এগিয়ে।
আরও পড়ুন: ৫০ হাজারের ভোটের ব্যবধানে পিছিয়ে দিলীপ ঘোষ
- অরুণ গোভিল: বিজেপির হয়ে মেরাট থেকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালের রামও এবার লড়ছেন লোকসভা নির্বাচনে। তিনিও এগিয়ে আছেন এখনও পর্যন্ত। তাঁর বিপক্ষে লড়ছেন বিসপি প্রার্থী দেবরত কুমার ত্যাগী এবং এসপি প্রার্থী সুনীতা বর্মার বিপক্ষে।
- পবন সিং: ভোজপুরী অভিনেতা পবন সিং লড়ছেন বিহারের কারাকাট থেকে। ফলাফল অনুযায়ী, এখনও পর্যন্ত তিনি পিছিয়ে আছেন।
- রবি কিশন: অভিনেতা বিজেপি টিকিট দিয়েছে গোরাখপুর থেকে। প্রথম দু’ঘণ্টার গণনা অনুযায়ী, রবি কিশন এগিয়ে আছেন। তাঁর বিপক্ষ শিবিরে রয়েছেন এসপি প্রার্থী কাজল নিশাদ এবং বিএসপির জাভেদ আশরাফ।
- দীপক অধিকারী (দেব): বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Lok Sabha) ফলাফলের দিকে বিশেষ নজর আছে জনগণের। ঘাটালে ২ লক্ষ ৪৫ হাজার ৫৯৯ ভোটে এগিয়ে আছেন দেব।
- হিরণ চট্টোপাধ্যায়: হিরণের প্রাপ্ত ভোট পৌঁছেছে ১ লক্ষ ৯৪ হাজার ৮০২-এ। তাঁর বিপরীতে ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন দেব।
- লকেট চট্টোপাধ্যায়-রচনা বন্দ্যোপাধ্যায়: পশ্চিমবঙ্গের হুগলি থেকেও এবার দুই টলিউড অভিনেত্রী লড়ছেন একে-অপরের বিপক্ষে। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে সক্রিয় রাজনীতি করছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্য়ায়। হুগলির বিদায়ী সাংসদ তিনি। তাঁর বিপক্ষে লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্য়ায়। দুপুর দেড়টা পর্যন্ত তিনি হুগলিতে রচনা ১ লক্ষ ৫৩ হাজার ভোট পেয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লকেট পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৮০৮ ভোট।
- সায়নী ঘোষ: যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বামপ্রার্থী সৃজন ভট্টাচার্যর বিপক্ষে। এখনও পর্যন্ত সায়নী এগিয়ে আছেন।
- জুন মালিয়া: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিপক্ষে মেদিনীপুর থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। দু’ঘণ্টার প্রাথমিক গণনা অনুযায়ী, জুন পিছিয়ে আছেন অগ্নিমিত্রার থেকে।
দেখুন ভোটের আরও খবর