সাঁইথিয়া: ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায়, ভাঙল সাঁইথিয়ার দু’টি ফেরিঘাট। বন্ধ যান চলাচল। ঘটনাটি ঘটেছে, সাঁইথিয়া চারতলা মোড় থেকে তালতলা যাওয়ার ফেরিঘাট। অপরটি সাঁইথিয়া বোলসুন্ডা কলোনি থেকে ময়ূরেশ্বর পিরতলা ফেরিঘাট।
স্থানীয় সূত্রের খবর, দিন কয়েক ধরে ভালোই বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে ময়ূরাক্ষীর জল বেশ বেড়ে গিয়েছে। নদীর জলের তোরে ভেঙে গিয়েছে সাঁইথিয়ার দু’টি ফেরিঘাট। ঘটনার জেরে সমস্যায় পরেছেন স্থানীয় মানুষজন। গন্তব্যে পৌঁছতে পাড়ছেন না অনেকেই। এদিকে সাঁইথিয়ার নতুন ব্রিজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই ব্রিজে ভারী যান চলাচল সম্পূর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের। ফলে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। এছাড়াও পড়ুয়াদের স্কুলে যেতে সমস্যায় পড়তে হচ্ছে।
আরও পড়ুন: হেরিটেজ তকমা শান্তিনিকেতনের, তবু বন্ধ রবিঠাকুরের ছাপাখানা
স্থানীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফেরিঘাটের বেহাল অবস্থা ছিল। যে কোনও মুহুর্তেই বড়সড় কোনও বিপদ ঘটে যেতেই পাড়ত। বারং বার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এদিকে সাঁইথিয়া ব্রিজও বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। কোনও ভারী গাড়ি যাতায়াত করতে পারে না। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তাঁদের দাবি, অতি শীঘ্রই যেন ব্রিজটি চালু করা হয়। এছাড়াও ফেরিঘাটগুলো যেন দ্রুত মেরামতি করা হয়।
অন্য খবর পড়ুন: