বীরভূম ও বর্ধমান: বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) খুন করার চেষ্টা করেছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বীরভূম এবং বর্ধমানে নির্বাচনী সভা করেন। সেখানেই তিনি বলেন, বিজেপির গদ্দার সম্প্রতি বলেছিল, তৃণমূল শিগগিরই বিস্ফোরণ দেখবে। আমাকে ওরা দেখতেই পারে না। ওরা আমাকেও বোমার আঘাতে মেরে ফেলতে পারে যে কোনও সময়ে। তারা অভিষেককেও খুন করতে চেয়েছিল। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী গদ্দার বলে ডাকেন। গত শনিবার তিনি মালদহের এক সভায় বলেন, আগামী সপ্তাহে বড় বোমা ফাটবে। তৃণমূল তাতে বেসামাল হয়ে পড়বে।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা আগাম জানতে পেরে যাই ওই পরিকল্পনার কথা। একজনকে আমাদের পুলিশ গ্রেফতারও করেছে। অভিযুক্ত সম্প্রতি অভিষেকের বাড়িতে রেকি করেছিল। সে অভিষেকের অ্যাপয়েন্টমেন্টও চেয়েছিল। ও যদি সময় দিত, তাহলেই অভিযুক্ত অভিষেককে গুলি করে পালিয়ে যেত। প্রসঙ্গত, সোমবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়, মুম্বই হামলার এক ষড়যন্ত্রকারী রাজারাম রেগে সম্প্রতি অভিষেকের বাড়ি রেকি করে যায়। তাঁর বাড়ির ভিডিও তোলা হয়। তাঁর পিএর নম্বর সংগ্রহ করে অভিষেকের অ্যপয়েন্টমন্ট চায় রাজারাম। কলকাতা পুলিশ মুম্বই থেকে রাজারামকে গ্রেফতার করেছে। তারপরই অভিষেক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার নবান্নের কর্তারা ওই দুজনের নিরাপত্তা নিয়ে দীর্ঘ বৈঠক করেন।
আরও পড়ুন: পাহাড়ে বিজেপি প্রার্থীকে সমর্থনের ডাক বিনয় তামাংয়ের
মমতা বলেন, যারা ওদের (বিজেপি) বিরুদ্ধে কথা বলে, তাদেরই সরিয়ে দিতে চায়। তাদের জেলে ভরে রাখতে চায়। যদি জয়ের ব্যাপারে নিশ্চিতই থাকে বিজেপি, তাহলে মানুষকে ভয় দেখাচ্ছে কেন। তাঁর আরও অভিযোগ, বীরভূমে কেষ্টকে (অনুব্রত মণ্ডল) প্রতিটি নির্বাচনের আগে বিজেপি গৃহবন্দি করে রাখত। কিন্তু তারা বীরভূমের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত করতে পারেনি। এদিন বীরভূমের সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই জেলায় বিজেপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। তিনি বলেন, জেলার দুই তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মালকে নানা হুমকি দেওয়া হচ্ছে। এভাবে তৃণমূলকে আটকে রাখা যাবে না।
দেখুন ভিডিও