পিংলা: বিজেপিকে চাকরিখেকো বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার পিংলায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (Trinamool candidate Dev) সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভাতেই তিনি ফের ২৬ হাজার চাকরি বাতিলের জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান। পাশাপাশি মমতা আবারও তোপ দাগেন বিচারপতিদের উদ্দেশে। তিনি এদিনও বলেন, আমি চাকরিহারাদের পাশে আছি। একজনেরও চাকরি খেতে দেব না। যারা চাকরি খেয়েছে, তাদের বিচার হবে।
পিংলার সভায় মমতা বলেন, আপনারা মানুষখেকো বাঘ দেখেছেন। চাকরিখেকো সিপিএম পার্টি দেখেছেন। চাকরিখেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরিখেকো রাম-বাম-শাম দেখেছেন? তিনি বলেন, চাকরির অধিকার কাড়তে দেব না। ১০ লক্ষ চাকরি আমি প্রস্তুত করে রেখেছি, বিজেপির জন্য দিতে পারছি না। যারা ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, তাদের ছেড়ে দেব? কারও চাকরি এ ভাবে খাওয়া যায় না। এই ২৬ হাজারের চাকরি চলে গেলে স্কুলে পড়াবে কে? প্রশ্ন মমতার। আমি শুনলাম, সেনা স্কুলের দায়িত্ব আরএসএসকে দিয়েছে। লজ্জা করে না? মমতা বলেন, যিনি এই রায় দিয়েছেন, তাঁর যদি সব কেড়ে নেওয়া হত, তারপর বলা হত সব টাকা ফেরত দিন, তা হলে পারতেন?যখন ইচ্ছে হল চাকরি খেয়ে নিলেন! এটা কি মগের মুলুক নাকি? তিনি বলেন, মহামান্য আদালতের কাছে আমরা বিচারের আশা করি। কত মামলা দেড়শো-দুশো বছর ধরে পড়ে থাকে। মানুষের টাকা নষ্ট হয়। তার সমাধানও হয় না।
আরও পড়ুন: পেশি শক্তির জেরে জয়, শাসকের সদস্যপদ খারিজ আদালতের
এদিনের মঞ্চে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও উঠে আসে। তৃণমূলনেত্রী বলেন, দেব-জুন জিতলে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। ঘাটাল মাস্টা প্ল্যানের জন্য কেন্দ্রের সাহায্যের আশায় বসে থাকতে হবে না। মেদিনীপুরকে আমি ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেব।
দেখুন ভিডিও