কলকাতা: আজ তৃণমূল ছাত্র পরিষেদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। আরজি কর কাণ্ডের পরে প্রথমবার এক মঞ্চে মমতা-অভিষেক। ২১ জুলাইয়ের পর ফের মঞ্চে বক্তব্য রাখতে দেখা যাবে অভিষেককে। তবে এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ হিসেবে থাকবেন যুব ছাত্রীরাই। তৃণমূল সূত্রে খবর, মঞ্চে মূলত বক্তব্য রাখতে দেখা যাবে ছাত্রীদেরই। জানা গিয়েছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। বক্তব্য রাখার কথা রয়েছে যুব সভানেত্রী সায়নী ঘোষেরও।
আজ মেয়ো রোডে গান্ধিমূর্তির সমাবেশ তৃণমূল ছাত্র পরিষেদর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জমায়েত করবে তৃণমূল ছাত্র পরিষেদের সদস্যরা। সমাবেশের মঞ্চ গত ১৩ বছরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে সাফল্য ও প্রকল্প-পরিষেবা নিয়ে থিমে মুড়ে দেওয়া হচ্ছে। দুটি বাছাই গান গাইবে ‘জয়ী’ ব্যান্ড। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার খবরে উজ্জ্বীবিত গোটা ছাত্র পরিষদ। দুপুর সাড়ে বারোটার মধ্যে সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন মমতা-অভিষেক দুজনেই।
আরও পড়ুন: জেলায় জেলায় পথ অবরোধ, বিজেপির ডাকা বনধে ব্যাহত ট্রেন পরিষেবা
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সারা দেশে যত মহিলা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের প্রতি দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ছাত্র-যুবদের উদ্দেশে সামাজিক দায়িত্ব পালনেরও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।’’ নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরও একবার দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন তৃণমূলনেত্রী।
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।
আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং…
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2024
আরও খবর দেখুন