কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে জল-চুক্তির আলোচনাতে ডাকা হয়নি পশ্চিমবঙ্গ সরকারকে (WB Government), এ নিয়ে সোমবার নবান্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে মোদিকে চিঠিও পাঠিয়েছেন তিনি। কলকাতা এবং ঢাকার মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করে মমতা বলেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এবং মত না নিয়ে এককভাবে পদক্ষেপ নেওয়া গ্রহণযোগ্য নয় এবং কাম্যও নয়।
অতি সম্প্রতি দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা নদীর (Teesta River) জলবণ্টন এবং ১৯৯৬ সালের গঙ্গা জল চুক্তির নবীকরণ নিয়ে আলোচনা করেছিলেন মোদি এবং হাসিনা। সূত্রের খবর, সেই বৈঠকে মোদি বলেছেন, তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শিগগিরই বাংলাদেশে যাবে ভারতের টেকনিক্যাল টিম। চুক্তি অনুযায়ী, তিস্তার জল ধরে রাখা এবং ব্যবস্থাপনার জন্য বড় জলাধার নির্মাণ করতে চলেছে ভারত।
আরও পড়ুন: ১২টা বেজে গিয়েছে হাওড়া পুরসভার, তোপ মমতার
এই নিয়েই ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী, তিনি জলবণ্টন চুক্তির বিরুদ্ধে। সোমবার মমতা বলেন, এই ধরনের চুক্তির ফলে পশ্চিমবঙ্গের মানুষ সবথেকে ক্ষতিগ্রস্ত হবে। আমি জানতে পেরেছি, ২০২৬ সালে শেষ হতে চলা ইন্দো-বাংলাদেশ ফরাক্কা চুক্তি (১৯৯৬) নবীকরণ করতে চলেছে ভারত সরকার। এই চুক্তিতে বাংলাদেশ এবং ভারতের জলবণ্টনের নীতি অঙ্কিত আছে। আপনারা জানেন, রাজ্যের মানুষের জীবনধারণে এই চুক্তির বিরাট প্রভাব রয়েছে এবং ফরাক্কা জলাধারে আসা জল কলকাতা বন্দরে নাব্যতা রক্ষা করে।
দেখুন অন্য খবর: