কলকাতা: রাজ্যের ৩২২ জন খেলোয়াড়কে বিশেষ সম্মান দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের সম্মানিত করেন। সেখানে বক্তব্য রাখার সময় বাংলার খেলোয়াড়দের ভূয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এদিন মাথায় চোট নিয়ে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে কীভাবে বাংলার ক্রীড়া ক্ষেত্রের পাশে দাঁড়িয়েছে সে কথাও জানান মমতা। এদিন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন খেলাশ্রী প্রকল্পের।
মুখ্যমন্ত্রী বলেন, ১ হাজার ৫৬৭ জন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের মাসিক এক হাজার টাকা দেওয়া হল। গত বছর ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন ২ কোটি মহিলা। গতকাল আরও ১৩ লক্ষ নতুন করে লক্ষ্মী ভাণ্ডার পাবেন। আজ পুলিশের আটজন আধিকারিককে শৌর্য পদকে সম্মান করা হল। কলকাতা হল নিরাপদ শহর। আশা করব ডিজি রাজীব কুমারের নেতৃত্বে বাংলায় দারুণ কাজ করবে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াবিদদের আমরা পুলিশে চাকরি দিই। রাজ্য জুড়ে একাধিক ক্রীড়া স্টেডিয়াম আছে। তাদের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবকে পরিকাঠামো সাহায্য দেওয়া হয়। এছাড়া জেলার নানা প্রান্তে নানা অ্যাকাডেমি চালু হয়েছে ও আগামী দিনে আরও হবে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফেয়ারওয়েলকে কেন্দ্র করে ছাত্রদের মারধরের অভিযোগ
তিনি আরও বলেন, খেলাশ্রীর মাধ্যমে মাথা উঁচু করে যাতে সবাই দাঁড়াতে পারে সেটা আমরা চাই। এসএসকেএম হাসপাতালে চালু হয়েছে স্পোর্টস মেডিসিন বিভাগ। নতুন প্রজন্মের গর্ব হল খেলাধূলা। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা চলবে। জয়নগরে ভালো মোয়া পাওয়া যায়। এখন দেখছি দারুণ খেলোয়াড় পাওয়া যাচ্ছে। যাই হোক যদি ওদের মত জিমন্যাস্টিকস বা ধুপধাপ করে ক্যারাটে বা জুডো শিখতাম তাহলে দুষ্টু লোকেদের দু’ঘা দিতে পারতাম।