কলকাতা: এবার কি লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে পুরুষদেরও দশ হাজার টাকা করে দেবে মমতা সরকার। এই লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের কাছে যথেষ্টই জনপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প অনুসরণ করেছে অন্যান্য রাজ্যের সরকারও। সাধারণ সম্প্রদায়ভুক্ত মহিলাদের মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ১২০০ টাকা করে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢোকে। এবার ১০ হাজার টাকা করে পুরুষদেরও দেবে রাজ্য সরকার।
এই ১০ হাজার টাকা নেহাত কম নয়। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহকদের। তবে এই ১০ হাজার টাকা কিন্তু একবারে পাওয়া যাবে না। বছরে দুটি কিস্তিতে পুরুষেরা এই টাকা পাবেন। মুলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষ্ক তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বিগার পর বিঘা জমি চাষ করতে বহু খরচ হয়ে থাকে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে ১০ হাজার টাকা দেবে মমতার সরকার। প্রথম পর্যায়ে মিলবে পাঁচ হাজার টাকা। যদি সেই টাকা পুরো খরচ না করে ব্যাঙ্ক কিনবা অন্য কোনও খাতে খরচ করা যেতে পারে। পরের পর্যায়ে বাকি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়। কোনও কৃষকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। ১৬ থেকে ৬০ বছরের বয়সীরা এই সুযোগ পাবেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রকল্পের নাম? এই প্রকল্পের নাম কৃষকবন্ধু।
আরও পড়ুন: যাক, সুকৃতির ফল জীবনে পাওয়া যায়