ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) গোল সেট করতে সুকান্তর চেয়ারে শমীককে বসিয়েছে বিজেপি (BJP)। রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব হাতে তুলে নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বিগত সময়ে সে সমস্যা বঙ্গ বিজেপিকে ডুবিয়েছে, সেই আদি-নব্য অন্তর্দ্বন্দ্ব মেটানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সেই কারণে এবার রাজ্য বিজেপিতে বেশ কিছু পরিবর্তন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এবার বিজেপি নেতাদের ছোটাছুটি শুরু বলে মনে করছেন অনেকেই। কারণ বিভিন্ন কমিটিতে কে থাকবেন, কে বাদ যাবেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সভাপতি এবং তাঁর ঘনিষ্টদের পিছনে ছুটছেন অনেকেই। কারণ সামনে বিধানসভা নির্বাচন। তাই নতুন সভাপতিকে এবার এইসব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। কাকে কোথায় আনবেন, কাকে বাদ দেবেন – এই সব নিয়েও তাঁকে ভাবতে হচ্ছে ।
আরও পড়ুন: শমীকের সভাপতি হওয়ার পর দিনই এ কী বললেন দিলীপ ঘোষ?
শমীক ভট্টাচার্য যেহেতু চার দশকের বেশি সময় ধরে আরএসএস, জনসংঘ এবং বিজেপির সঙ্গে যুক্ত। তাই আশা করা হচ্ছে যে, এবার বিজেপির অনেক আদি নেতা রাজ্যের বিভিন্ন কমিটিতে ফিরে আসবেন। পাশাপাশি, হঠাৎ করে বিজেপিতে যোগদান করে যারা কমিটির বিভিন্ন জায়গায় আছেন, এবার তাঁদের বাদ পড়ার সম্ভবনাও বাড়ছে।
আশা করা হচ্ছে, বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি দল সাজাবেন। তাই সভাপতির পর বিজেপি দলে গুরুত্বপূর্ণ হল সাধারন সম্পাদক পদ। এখানেও বদল হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মোর্চা সভাপতিও বদল হতে পারেন। এক্ষেত্রে আশা করা যাচ্ছে, শমীক ভট্টাচার্য কাজের সুবিধার জন্য বেশ কিছু পুরানো নেতাকে ফিরিয়ে আনতে পারেন। বেশ কিছু নেতার উপর বহিস্কার তুলে নেওয়া হতে পারে।
দেখুন আরও খবর: