কলকাতা: ফের বাতিল শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন। শনি ও রবিবার বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে একটি সেতুর রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ব্লক করা হবে। সে কারণে শনি ও রবিবার মোট ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ ডিভিশনে। এই দু’দিনই বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহমুখী (ডাউন) লাইনে ১২ ঘণ্টা এবং বারাসতমুখী (আপ) লাইনে ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। সে কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে আপ এবং ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে।
শনিবার বাতিল হচ্ছে এক জোড়া ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল, এক জোড়া আপ বনগাঁ-শিয়ালদহ লোকাল। এ ছাড়াও ওই দিন বাতিল করা হয়েছে একটি ডাউন এবং আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল। রবিবার বাতিল ট্রেনের সংখ্যা তুলনায় বেশি। ওই দিন এক জোড়া আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, এক জোড়া ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, এক জোড়া আপ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল, একটি ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে।
আরও পড়ুন: এবার নারকো টেস্টের অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে সিবিআই
এ ছাড়াও রবিবার একটি আপ ও ডাউন মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লোকাল, একটি আপ ও ডাউন লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল, একটি ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল, একটি ডাউন ও আপ হাবড়া-শিয়ালদহ লোকাল, একটি বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল বাতিল থাকছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে একটি আপ ও ডাউন মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল, একটি মাঝেরহাট-বারাসত লোকাল, একটি বারাসত-বনগাঁ লোকাল, আপ ও ডাউন মিলিয়ে মোট পাঁচটি বারাসত-শিয়ালদহ লোকাল, একটি বারাসত-দত্তপুকুর লোকাল এবং একটি দত্তপুকুর-শিয়ালদহ লোকাল।
দেখুন আরও অন্যান্য খবর: