জলদাপাড়া: পুড়ে ছাই ডুয়ার্সের (Dooars) হলং বনবাংলো (Holong Forest Bunglow)। মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) হলং বাংলোতে আগুন। মঙ্গলবার রাতে আচমকাই আগুন লাগে সেই বাংলোয়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাংলো। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে কোনও পর্যটক ছিলেন না। নাহলে বড়সড় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।
মঙ্গলবার রাত ৯টার দিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা কাঠের হলং বাংলোটিতে আগুন (Fire at Halong Bungalow) ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাংলোটিকে গ্রাস করে নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মীরা। তারা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাঠের বাংলোর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন তাঁদের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মাদারিহাট থেকে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। কীভাবে এই আগুনের ঘটনা ঘটল তা তদন্ত করছে বনদফতর।
আরও পড়ুন: বিশ্বভারতীর মান অবনমন হচ্ছে, উষ্মা প্রকাশ সুকান্তর
ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ হলং বনবাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে ৫০ বছরের বেশি পুরনো জঙ্গল ঘেরা এই বনবাংলো পর্যটকদের কাছে মূল আকর্ষণ। রাজ্যের ভিভিআইপি থেকে আমলা বা দেশ-বিদেশের পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ কাঠের এই বাংলো। আগুন পুড়ে খাক হয়ে গেল সেই ঐতিহ্যমন্ডিত বাংলোটি।
দেখুন ভিডিও