কালচিনি: রোগী মৃত্যুকে কেন্দ্র উত্তাল লতাবাড়ি হাসপাতাল। চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের। এক যুবতীর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীন হাসপাতালে। মৃত যুবতীর নাম অপর্ণা মঙ্গর (২২)। সে ওই ব্লকের আচ্ছাপাড়ার বাসিন্দা ছিলেন।
মৃতের পরিবারের সদস্যরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত ছিল অপর্ণা। এরপর এদিন সে অসুস্থ হলে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় লতবাড়ি গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, এরপরই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁর দেরিতে চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পরই তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এরপরই হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবিতে ক্ষোভ উগরে দেন রোগীর পরিবার ও গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন: শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুরের
অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কালচিনি পুলিশের আধিকারিকরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কৃর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন আরও অন্যান্য খবর: