জলপাইগুড়ি: বিরিয়ানি খেতে গিয়ে বিপাকে এক নাবালক। বিরিয়ানির খেয়ে পয়সা না থাকায় এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক দোকান কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ গিয়ে নাবালককে উদ্ধার করে। ইতিমধ্যে দোকানের কর্মীদের আটক করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, নাবালক ছেলেটি বিরিয়ানি খাবে বলে দোকানে বিরিয়ানির ওর্ডার দেয়। কিন্তু প্লেটে বিরিয়ানি বেড়ে দেওয়ার পর সে বলে, তার কাছে টাকা নেই। এরপরেই নাকি দোকানের কর্মীরা নাবালকের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল: মমতা
দোকানের মালিক বিজন চন্দ জানান, তিনি দোকানে না থাকার সুযোগে মদ্যপ অবস্থায় দোকানের এক কর্মী ওই নাবালককে মারধর করেছে। আর ওই কর্মীকে দোকানে রাখবেন না বলেও জানান তিনি। যা করেছে তা অত্যন্ত জঘন্য কাজ। এর কোনও ক্ষমা নেই। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছি। কোনও অভিযোগ আগে আসেনি। আজ ওই কর্মীকে ছুটি দেওয়ার পর সে মদ্যপ অবস্থায় সে কাণ্ডটি করেছে। তবে সে আমার দোকানের পাশে মন্দিরে সামনে ঘটনাটি ঘটিছে হঠাৎ কেন মারল সেটাও আমি জানি না।
দেখুন আরও অন্য়ান্য খবর: