হাওড়া: ফের রাজ্যের সরকারি হাসপাতালে কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ। শনিবার রাতে হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে এক ১৩ বছরের কিশোরীর শ্লীলতাহানি ঘিরে উত্তাল হয়ে উঠল হাওড়া হাসপাতাল। গ্রেফতার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী।
অভিযোগ, শিবপুরের বাসিন্দা ১৩ বছরের কিশোরী গত ২৮ অগাস্ট নিউমনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। হঠাৎই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে। এরপরেই খবর যায় এলাকায়।
আরও পড়ুন: বিরোধীদের কুত্তা বলে সম্বোধন তৃণমূল সাংসদ অরূপের
কিশোরীর পরিবার ও পরিজনেরা খবর পেয়ে পৌঁছে যায় হাসপাতালে। চলে বিক্ষোভ, অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করে। হাসপাতালে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত কর্মী আমন রাজকে জনতার রোশ থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় রবিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের গেটের বাইরে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। গত লোকসভা নির্বাচনে হাওড়ার বাম প্রার্থী বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। তাঁদের অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে ১৩ বছরের নাবালিকার সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে কিন্তু সরকারি হাসপাতালে আবার এই ধরনের ঘটনায় সরকারি হাসপাতালে নিরাপত্তা কোথায়?
দেখুন আরও অন্যান্য খবর: