ওয়েব ডেস্ক: আজ রামনবমী (Ramnavami)। আর সেই উপলক্ষে গোটা রাজ্য আজ সেজে ওঠে। বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থক সহ তৃণমূল সমর্থকদের দেখা যায় রামনবমী শোভাযাত্রায়। বেশকিছু হেভিওয়েট নেতা মন্ত্রী সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেতে ওঠেন রামনবমী (Ramnavami) উৎসবে। এমনকি আইন অমান্য করেও। আর দুপুর গড়িয়ে বিকেল হতেই রামনবমী (Ramnavami) উদযাপনে নামলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বারাসাতের রামনবমী শোভাযাত্রায় যোগ দিলেন তাঁরা।
রামনবমী (Ramnavami) নিয়ে উন্মাদনার চেয়েও বেশি উন্মাদনা ছিল সামনে থেকে মিঠুন-সুকান্তকে দেখার। আগেই খবর ছিল বারাসাতে মিছিল করবেন তাঁরা, আর সেই খবর ছড়িয়ে পরতেই দুপুর থেকে রাস্তার দুই ধারে জমা হতে থাকেন সাধারণ মানুষজন। বিকেল হতেই চোখে পরার মত ভীড় দেখা যায়। মিঠুন-সুকান্তকে ঘিরে সাধারণদের মধ্যে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে থাকে।
এদিন হুড খোলা গাড়িতে চেপে মিছিলে উপস্থিত হন মিঠুন-সুকান্ত।
আরও পড়ুন: রামনবমী উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল
কিন্তু আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির রাজ্য সভাপতির হাতে দেখা যায় বিরাট গদা! আর গোটা শোভাযাত্রায় কার্যত ওই গদা নিয়েই তাঁকে দেখা যায়। কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্টত নির্দেশ ছিল কোনভাবেই রামনবমীর দিন অস্ত্র ব্যবহার করা যাবেনা। কিন্তু রাম নবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই দেখা যায় অস্ত্র হাতে মিছিলে সামিল অনেকেই।
বারাসাতের মিছিল থেকে দেখা যায় শোভাযাত্রায় গদা হাতে সুকান্তকে। শুধুতাই নয়, হাত বাড়িয়ে দেন উচ্ছ্বসিত জনতার দিকেও। কিন্তু তিনি বিজেপির রাজ্য সভাপতি হয়ে কীভাবে হাইকোর্টের আইন অমান্য করলেন? এখন সেই প্রশ্নই যে প্রকটভাবে দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পদ্ম শিবিরের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, আজ বীরভূমের রামনবমী উপলক্ষে শোভাযাত্রা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।
দেখুন অন্য খবর