হাবড়া: ছেলের হাতে খুন মা। ইতিমধ্যে গ্রেফতার গুণধর ছেলে। নেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার হিজলপুকুর এলাকায়। ইতিমধ্যে পুলিশ ছেলেক গ্রেফতার করেছে। এদিন তাকে বারাসত আদালতে তোলার পর পুলিশ হেফাজত নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধার নাম রুবি বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। তখন তাঁর ছেলে অয়ন বিশ্বাস গলার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নলী কেটে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বারাসত হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রুবির। এই ঘটনায় মৃতের ছেলের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগের দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার ছেলে অয়নকে গ্রেফতার করে। এদিন অয়নকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: গণপ্রহারে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইন নতুন ন্যায় সংহিতাতে, দাবি শাহের