নয়াদিল্লি: দার্জিলিং লোকসভা (Darjeeling Lok Sabha) কেন্দ্রে প্রার্থী দিল কংগ্রেস। ওই কেন্দ্র থেকে মুনিশ তামাংকে (Munish Tamang is Congress candidate) টিকিট দেওয়া হয়েছে। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। কয়েকদিন আগেই হামরো পার্টি ছেড়ে কংগ্রেস যোগদান করেন। মঙ্গলবার দার্জিলিং ছাড়াও দেশের আরও ১৬টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে ওয়াইএস শর্মিলা রেড্ডি। যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বোন। বিহারের কাটিহার থেকে তারিক আনোয়ারকে টিকিট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
দার্জিলিং বিজেপির শক্তঘাঁটি। ২০০৯ সালে দার্জিলিং লোকসভা বিজেপির দখলে যায়। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে বিজেপির টিকিটে জয়ী হন রাজু বিস্ত। আসন্ন লোকসভা নির্বাচনে রাজু বিস্তের উপর আস্থা রেখেছে বিজেপি। রাজু বিস্তকেই ওই আসনে টিকিট দিয়েছে বিজেপি। রাজ্যের শাসকদল তৃণমূল গোপাল লামাকে দার্জিলিং থেকে দাঁড় করিয়েছে। আর এবার সেই আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস।
অন্য খবর দেখুন