বহরমপুর: বিজেপির একটা বিধায়কের গায়ে হাত পড়লে গোধরা বানানোর করার হুঁশিয়ারি জেলা সভাপতি শাখারভ সরকারের। বুধবার দলীয় কার্যালয়ে নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উদ্দেশে তিনি বলেন, একজন জনপ্রতিনিধি বিজেপির দুই জনপ্রতিনিধিদের মেরে ঠ্যাং ভেঙে দেবেন বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির একজন বিধায়কের গায়ে হাত পড়লে আর একবার গোধরা কাণ্ড হয়ে যাবে। পাশাপাশি এদিন শাখারভ হুমায়ুনের ঠ্যাং ভাঙারও পাল্টা হুঁশিয়ারি দেন।
এদিন তিনি আরও বলেন, জেলায় হনুমানের দাপাদাপি শুরু হয়েছে। রাজ্যে কোনও আইন নেই। কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। ফলে জেলার সনাতনীদের আত্মরক্ষার্থে বাড়িতে রাম দা, তির-ধনুক, লঙ্কার গুঁড়ো রাখার নিদানও দেন বিজেপি জেলা সভাপতি।
উল্লেখ্য, মঙ্গলবার বহরমপুর ও মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ককে তাড়িয়ে ইদুরের গর্তে ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির। তিনি বলেন, বিভিন্ন জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য জেলার বিজেপি বিধায়করা যদি ফের স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেয়, তাহলে তাঁদের ছেড়ে কথা বলা হবে না। মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তাছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে বিজেপি যদি বহরমপুরে পাঁচ হাজার লোককে নিয়ে মিছিল করে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তিনি দু’লক্ষ লোক নিয়ে বহরমপুরে একাই মিছিল করবেন বলেও হুঁশিয়ারি দেন হুমায়ুন। এদিন তাঁর এই মন্তব্যের পাল্টা বিজেপির জেলা সবাপতির হনুমান বলে কটাক্ষকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
আরও পড়ুন: রাস্তা আটকানোর প্রতিবাদ, যুবককে ফেলে মার মদ্যপ ব্যক্তিদের
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে উত্তরবঙ্গের সাতজেলাকে উত্তর-পূর্ব ভারতের অন্তর্ভূক্ত করতে। পাশাপাশি লোকসভায় বাংলার মুসলিম অধ্যুষিত দুই মালদহ এবং মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। একইসঙ্গে বিহারের কাটিহার, আরারিয়া এবং কিষাণগঞ্জকেও তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নিশিকান্ত। এই ইস্যুতে রাজ্য বিধানসভায় শাসক-বিরোধী দুপক্ষের মধ্যে উত্তাল হয়ে ওঠে। সোমবার বিধানসভায় এই প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই। আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব।