নয়াদিল্লি: ‘মোদি সরকার দুর্নীতিবাজদের (Corruption) জেলে ভরবে’, ইস্তেহার (bjp manifesto 2024) প্রকাশের পর বিরোধী শিবিরকে কড়া হুঁশিয়ারি মোদির। এদিন লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। রবিবার সেই ম্যানিফেস্টো তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মোদি বলেন, গত ১০ বছরে বিজেপি সরকার দুর্নীতি রুখতে অনেক বড় পদক্ষেপ করেছে। গরিব মানুষের অধিকার কেড়ে নেয় দুর্নীতি। জাতীয় স্তরে দুর্নীতি বন্ধ হয়েছে, গরিব মানুষ সুফল পাচ্ছেন। মোদি সরকার এভাবেই দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে।
রবিবার ইস্তের হার প্রকাশ করে দেশবাসিকে নানান প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না বিজেপি সরকার। গরীবদের যারা লুট করেছে, তারা জেলে যাচ্ছে। বিরোধীরা অভিযোগ করে আসছে কেন্দ্রীয় এজেন্সি মোদি সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে। বিশেষ করে নির্বাচনের আগে বিরোধীদের চাপে রাখতেই চক্রান্ত করে নানা দুর্নীতিতে নাম জড়িয়ে দিচ্ছে বিজেপি।
আরও পড়ুন: মোদির গ্যারান্টি! ওযুধে ৮০ শতাংশ ছাড়
ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) গ্রেফতার করে ইডি। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Delhi CM Arvind Kejriwal) ইডির হাতে গ্রেফতার। বর্তমানে তিহাড় জেলে বন্দি। তেলঙ্গলার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দশেখরের মেয়ে কবিতাকেও ইডির হাতে গ্রেফতার হয়েছেন। শিধু তাই নয় বাংলার একাধিক নেতামন্ত্রীরও নাম দুর্নীতিতে জড়িয়েছে। বেশ কয়েকজন নেতা মন্ত্রী বর্তমানে জেলবন্দি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতেও একাধিকবার ইডির আধিকারিকরা হানা দিয়েছে। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি-সিবিআই-আয়কর দফতর হানা দিয়েছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক বার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বিজেপি। মোদির সরকারের ইশারাতে বিরোধীদলের মেতামন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী নির্বাচনের প্রচারেও বাধা দিচ্ছে বলে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। জনসভা থেকে নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী। বিরোধী রাজনৈতিক দলগুলো নেতাদের জেলবন্দি করে রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দিতেই বিজেপির এই চক্রান্ত। বিরোধীদের আরও অভিযোগ ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে মোদি সরকার।
#WATCH | BJP ‘Sankalp Patra’/manifesto release: Prime Minister Narendra Modi says, “The biggest concern of the elderlies is that how will they afford treatment of their ailments. This concern is even more serious for the middle class. BJP has now taken the ‘sankalp’ that every… pic.twitter.com/0dJabNTpVK
— ANI (@ANI) April 14, 2024
দেখুন ভিডিও