কলকাতা: এবার কোনও দাবিদাওয়া সহ কোনও অভিযোগ এবং সমস্যার কথা জানাতে চালু হচ্ছে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি। সব ঠিকঠাক থাকলে, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এটি চালু হয়ে গেলে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করে নিজেদের সমস্যা বা দাবিদাওয়ার কথা জানাতে পারবেন।
গত ২৬ মে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন বাকুঁড়ার পাত্রসায়রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ছিল। কিন্তু পরদিনই সিবিআই তাঁকে তলব করে। তাঁর বদলে কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তৃতা দেন মমতা। সেই বক্তৃতাতেই তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন: Coromandel Express Accident | ক্ষতিপূরণ পেতে স্বামীকে মৃত বলে দাবি স্ত্রীর, তদন্তে পুলিশ
এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনেছিল তৃণমূল। কিন্তু এ বার দল নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর দফতর থেকেই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ব্যবস্থা করা হল। এ ক্ষেত্রে কী ভাবে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাবেন, তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণা করবেন তিনি। এমনকি কর্মসূচির চূড়ান্ত নাম কী হবে, তা-ও সে দিনই জানাবেন মমতা। তবে নবান্নের একাংশ মনে করছে, এই কর্মসূচির নাম হতে পারে মুখ্যমন্ত্রীকে বলো কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী। এই অনুষ্টানে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা সহ অন্যান্য আধিকারিকেরা। ভার্চুয়ালি জেলা প্রশাসনের আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।