করোনা পরিস্থিতিতে বাণিজ্যিক গাড়ির বকেয়া নিয়ে নয়া নির্দেশিকা পরিবহণ দফতরের। বৃহস্পতিবার এই নির্দেশিকায় বাড়ানো হয়েছে বকেয়া মেটানোর সময়সীমা । জানানো হয়েছে ২৮ শে এপ্রিল থেকে সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে ৩১ শে জুলাই পর্যন্ত। পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে , ২৮ শে এপ্রিল পর্যন্ত কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সকলেরই আর্থিক উপার্জনের রাস্তা অনেকটাই বন্ধ। তার ওপর করোনা মোকাবিলায় রাজ্যের পরিবহন ব্যাবস্থাও নিয়ন্ত্রণে আনা হয়েছে । তাই গাড়ির মালিক কিংবা গাড়ির চালকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে কেবল মাত্র রেজিস্টার্ড করা গাড়ির ক্ষেত্রেই।
আরও পড়ুনবৃষ্টির পূর্বাভাস দক্ষিণেবঙ্গে
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে মে মাসের মাঝামাঝি থেকে গাড়ি চলাচল নিয়ন্ত্রন করেছিল রাজ্য সরকার।একইসঙ্গে রাজ্যে কড়া বিধিনিষেধের কারণে গত কয়েক মাস ধরেই বন্ধ রয়েছে বিভিন্ন কর্মস্থান গুলি।ফলে গাড়ির মালিক বা গাড়ির চালকের অনেকাংশই গাড়ির কর জোগানে রীতিমতো হিমসিম খাচ্ছিলেন। কাজেই বাণিজ্যিক গাড়িগুলির বেশকিছু কর বকেয়া রয়ে গিয়েছে। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই বড় ঘোষণা পরিবহণ দফতরের।
আরও পড়ুনরাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ
সরকারি নথি অনুযায়ী, এপ্রিল মাসের ২৮ তারিখের পরে যে সমস্ত বাণিজ্যিক গাড়ির কর জমা দেওয়া হয়নি তাঁদের সেই ধার্য করের উপরে জরিমানা দিতে হয়। যা করোনা পরিস্থিতিতে গাড়ির মালিক বা চালকদের উপর একটা বড় চাপ তৈরি করতে পারে। তাই জুলাইয়ের ৩১ তারিখের মধ্যে গাড়ির চালক বা মালিকরা ওই বকেয়া কর মিটিয়ে দিলে তাঁদের কোনও জরিমানা দিতে হবে না। ফলে কোভিড পরিস্থিতিতে গাড়ির চালক বা মালিকদের বোঝা কিছুটা কমবে।তাই রাজ্য সরকারের পরিবহন দফতরেরে তরফে করোনা কালে এই সিদ্ধান্তে বেশ খুশি রাজ্যবাসী ।
আরও পড়ুন সেঞ্চুরির পথে পেট্রোল, কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ