পূর্ব মেদিনীপুর: ভূপতিনগর কাণ্ডে এবার এনআইকে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত আধিকারীককে আগামী তিনদিনের মধ্যে ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তিনজন গ্রামবাসীকেও ডেকে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনআইএ আধিকারিকদের বেশকিছু নথি চেয়ে পাটানো হয়েছে। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে এনআইএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে। সেক্ষেত্রে তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলেও জানা গিয়েছে।
Html code here! Replace this with any non empty text and that's it.