কলকাতা: মাওবাদী যোগের অভিযোগে এনআইএ-এর স্কানারে দুই মহিলা। মঙ্গলবার সকাল থেকেই আসানসোল এবং পানিহাটিতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে তল্লাশি অভিযানে নামল এনআইএ। সূত্রের খবর, সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী নামের দুই মহিলার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে সুদীপ্তা এবং শিপ্রা নামের দুই মহিলা আসানসোলে একটি বাড়িভাড়া নিয়ে থাকতেন। পাঁচ বছর আগে শিপ্রা আসানসোল থেকে চলে যান। তাঁর আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লীশ্রী এলাকায়। মঙ্গলবার সেখানেও তল্লাশি চালাচ্ছেন এনআইএ এবং এসটিএফের আধিকারিকরা।
আরও পড়ুন: সিবিআইয়ের হাতে আবার গ্রেফতার হতে পারেন পার্থ!
পাশাপাশি আসানসোলের ডিসেরগড় এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ্তা এবং শিপ্রা নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কয়লাখনির শ্রমিকদের অধিকারের দাবিতেও সামনের সারিতে দেখা গিয়েছিল তাঁদের। অধিকার নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পরে মজদুর অধিকার নামে একটি সংগঠন শুরু করেন এবং কয়লাখনির শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে তাঁরা আন্দোলন করেন।
দেখুন আরও অন্যান্য খবর: