বসিরহাট: আরজি কর কাণ্ডের পর রাত পাহারায় উইনার্স মহিলা পুলিশের টহল সীমান্ত শহরে। যে কোনও জায়গায় মোবাইলের লোকেশন অন করে রাজ্য পুলিশ আধিকারিকেরা তাঁদের অবস্থান জানাবে। এমনকী দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করেছে এই উইনার্স টিম।
এবার রাতের অন্ধকারে কালো পোশাকে মোটরবাইক নিয়ে প্রত্যেকের হাতে মোবাইল, লাঠি, মাথায় হেলমেট পরে ঘুরে বেড়াবে বসিরহাট শহর জুড়ে। ইতিমধ্যে বসিরহাটের পক্ষ থেকে সীমান্ত থেকে সুন্দরবনের ১১টি থানায় এলাকায় এই প্রমিলা বাহিনী টহল দেবে। একদিকে যে সব জমায়েত হবে যেখানে মহিলাদের বিশেষ লক্ষ্য রাখবে এই প্রমিলা বাহিনী। পাশাপাশি গুরুত্বপূর্ণ হাসপাতাল সরকারি বিভিন্ন অফিসে তাঁরা ছদ্মবেশে থাকবেন। প্রত্যেকের হাতে মোবাইলের লোকেশন টাওয়ার অন করা থাকবে। যাতে তাঁদের অবস্থান জানতে পারবে জেলা পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: আরজি করে নামছে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম নির্দেশে কাটল বিভ্রান্তি
এবার সেই লক্ষ্যে প্রমিলা বাহিনী তাঁরা দিবারাত্র কাজ করে যাবে। বিশেষ করে রাতের নজরদারি বাড়াবে এই উইনার টিম। ইতিমধ্যে জেলা পুলিশ তাঁদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নারী সুরক্ষার নিরাপত্তায় কাজে লাগানোর জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে। যাতে আরজি করের মত ঘটনা না ঘটে, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে।
দেখুন আরও অন্যান্য খবর: