তমলুক: নির্যাতিতা চিকিৎসকের নামে এবার ‘নির্ভয়া সরণি’ হতে চলেছে পূর্ব মেদিনীপুরে।
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হল নির্ভয়া সরণি। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয়। এলাকার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তাঁর সময়কালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। গতকাল তাঁর উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণি।
এ বিষয়ে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, নির্যাতিতা চিকিৎসক বোনের স্মৃতিরক্ষা করতে এই ধরনের উদ্যোগ। আমি আশা রাখছি এই ঘটনার বিচার পাব আমরা।
আরও পড়ুন: আরজি করের প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস-বিজেপিকে অনুমতি আদালতের