খড়দা : রবিবার ছুটির দিনে নীলরতন সরকার হাসপাতাল (Nil Ratan Sircar Medical College and Hospital), সাগর দত্ত (Sagar Dutta Medical College), বাঙুর বিএন বসু হাসপাতাল (Hospital) ঘুরে রোগীকে ফিরতে হয় বাড়িতে (Patient Not Get Proper Treatment)। শহরের তিন হাসপাতাল ঘুরে পেলেন না চিকিৎসা। হাসপাতালের পর হাসপাতাল বদলি সঠিক পরিষেবা না পেয়ে আতঙ্কের রোগীর পরিবার। এমনই অভিযোগ তুলেছে খড়দহের তনুশোভা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। কলকাতা টিভির খবরের জেরে অবশেষে সোমবার বলরাম হাসপাতালে ভর্তি হলেন রহড়ার বাসিন্দা।
রহড়া আজমতলার বাসিন্দা তনুশোভা বন্দ্যোপাধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। রবিবার সকালবেলায় তিনি শরীর একটি খিচুনি অনুভব করেন তারপর সঙ্গে সঙ্গে তাকে বারাকপুর বিএন বসু হসপিটালে দিয়ে যাওয়া হয়। কিন্তু বিএন বস হসপিটাল তাকে কলকাতা নিয়ে যেতে বলে বাড়ির লোক তাকে এনআরএস এ নিয়ে যায় সেখানেও বলে সেখানে ট্রিটমেন্ট হবে না আগামীকাল আসুন। এরপর অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হসপিটাল সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় আগামীকাল আসুন। এই অসুস্থ রোগীকে নিয়ে বাধ্য হয়ে বাড়ি চলে আসে পরিবারের সদস্যরা। একজন স্থানীয় ডাক্তারের কাছে দেখাচ্ছেন তারা। অভিযোগ, শুধুমাত্র রবিবার বলেই ব্যারাকপুর মহকুমা হাসপাতাল থেকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, বাঙুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ঘুরে বাড়িতে ফিরতে হল রোগী নিয়ে।
আরও পড়ুন: ধর্মতলায় বিজেপিকে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের
রোগীর পরিবারের এক সদস্য জানান, চারবার অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে গিয়েছিল। আমরা প্রথমে বিএন বোসে নিয়ে যাই। সেখানে ভর্তি করে ফেলে রেখে দিয়েছিল। ১ ঘণ্টা পর ওরা স্থানান্তরিত করে দিল। তনুশোভার বাবা বলেন, রবিবার বলে সঠিক চিকিৎসা পেলাম না। মেয়ে ঘরেই আছে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে। পরিবারের অভিযোগ, মেয়ে সঠিক চিকিৎসা পেল না। তাহলে রাজ্যের কি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এই প্রশ্ন তুলেছে তনুশোভার পরিবার। অবশেষে খবর প্রকাশ্যে আসার পর ভর্তি করা হয় বলরামপুর হাসপাতালে।
আরও অন্য খবর দেখুন