পটাশপুর: নির্বাচনের প্রচারের (Loksabha Election Campaign) মাঝে তৃণমূলকে একহাত নিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। পটাশপুর থানার ওসি আমার টার্গেটে আছে। পুলিশকে নিশানা করলেন শিশির অধিকারী। পটাশপুরে বিজেপির কিষানমোর্চার উদ্যোগে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikary) সমর্থনে সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী। তিনি তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বলেন, বিজেপিকে ভোট দিতে হবে না। নোটায় ভোট দিবেন। তৃণমূলকে দেবেন না। উন্নয়ন দেখতে হলে গুজরাট, উত্তর প্রদেশ গিয়ে একবার দেখে আসুন।
আরও পড়ুন: অবৈধ নির্মাণ ভাঙতে মত কলকাতা হাইকোর্টের
তিনি বলেন এই জেলায় সমস্ত উন্নয়ন অধিকারীদের দ্বারা হয়েছে। পটাশপুর থানার ওসিকে ও তীব্র আক্রমণ করে বলেন, উনি ইচ্ছাকৃত বিজেপি কর্মীদেরকে কেশ দিচ্ছে। সবটাই আমাদের নজরে আছে। ওসি আমার টার্গেটে আছি। পটাশপুর থানার যে বড়বাবু আছেন, উনি খুব চ্যাম্পিয়ন! ওকে টার্গেটে রাখা আছে। ওর ছবি আমার কাছে আছে। বিজেপিকে কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা দেওয়া নিয়েও মুখ খোলেন শিশির। আমি দেখছি। একদিন নয়, ১৫ বছর ধরে এলাকার মানুষ দু’হাত তুলে ছাপ দিয়েছে। সময় হলে যাদের উপর অত্যাচার হয়েছে ওই পুলিশের পেনশন থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমার ও আমার পরিবারের ভুল হয়েছে তৃণমূলকে সমর্থন করা। আমি ক্ষমা চাইছি। এবারের ভোটে মোদিজি লক্ষ করে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন ও জানান।
দেখুন ভিডিও
