কল্যাণি: ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে সিপিএম নেতা ও তাঁর স্ত্রীকে মারধর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকী দোকানও ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর গয়েশপুর পুরসভা এলাকায়।
আক্রান্ত মহিলার অভিযোগ, তিলোত্তমার বিচার চাইতে প্রতিবাদ মিছিল করা ও ফেসবুকে পোস্ট করার জন্য তৃণমূল কর্মীরা হামলা চালায়। গয়েশপুরের পুর প্রধানের উপস্থিতিতে হামলা চালায় বলে অভিযোগ তাঁর।
এ বিষয়ে পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায় বলেন, আমি ওদের বাঁচাতে ওখানে গিয়েছিলাম। তবে ফেসবুকের আপত্তিকর পোস্ট করার অভিযোগে তৃণমূল কর্মীরা উত্তেজিত হয়ে তাঁদের উপর হামলা চালায়। আমি খবর পেয়ে তাঁদের বাঁচাতে ওখানে গিয়েছিলাম। তবে এরকম ঘটনা আগামীতে আরও হবে বলেই হুঁশিয়ারি দেন পুরপ্রধান।