সোনারপুর: সম্পত্তি লিখিয়ে নিয়ে মাকে মারধর করে রাতের বেলায় বাড়ি থেকে বের করে দিল ছেলে ও বৌমা ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে। এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মা।
তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা ৬০ বছরের দাস অনিতা দাস। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিনি নিজের বাড়িতেই থাকতেন। একই বাড়িতেই থাকতেন তাঁর ছেলে, বৌমা, নাতি ও নাতনি। সম্প্রতি সম্পত্তি নিজের নামে করিয়ে নেয় ছেলে। তারপর থেকে খাওয়া-দাওয়া ঠিকমত দিত না বলেও অভিযোগ। ব্যাগের মধ্যে গচ্ছিত টাকাও নিয়ে নেয় বলে অভিযোগ। সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ছেলে বিশ্বজিত দাস ও বৌমা টুম্পা দাস। এরপরই তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে মারধর করার অভিযোগ দায়ের করেন বৃদ্ধা।
আরও পড়ুন: তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে বোমা, পুলিশের দাবি শব্দবাজি
অভিযোগ, তাঁকে মেরে কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত বৄদ্ধা রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: