পটাশপুর: টাকা এবং সোনার গয়না ছিনতাই করে কেটে ফেলা হল এক প্রৌঢ়ার মাথা। রাস্তা থেকে গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় সবজি ব্যবসায়ী ওই মহিলা। মঙ্গলবার বৃদ্ধ ওই মহিলা ব্যবসা সেরে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথ আটকে তাঁর উপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। তাঁর টাকা পয়সা ও গায়ে থাকা সোনার গয়না ছিনতাই করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের চিনে ফেলায় ওই মহিলার গলা কেটে তাঁকে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম আরতি জানা, বয়স ৬০। তিনি কাটাপুকুরিয়ার বাসিন্দা।
আরও পড়ুন: আজ বঙ্গ বিজেপির বৈঠক, রাজ্যের দায়িত্বে ফের দিলীপ ঘোষ?
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ইতিমধ্যে পুলিশ আরতি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দেখুন আরও অন্য়ান্য খবর: