বাঁকুড়া: এবার চিকিৎসকদের হুমকি ওন্দার বিজেপি বিধায়কের। ওন্দা সুপার স্পেশালিটির হাসপাতালের চিকিৎসকদের ঘাড় ধরে তালাবন্দী করে রাখার হুঙ্কার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে চিকিৎসকদের এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। তাঁর এই বক্তব্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
বিজেপি বিধায়কের এই মন্তব্যে হাসপাতাল সুপার সৌমিত্র চক্রবর্তী বলেন, বিধায়ক কী বলেছেন, সেটা বিধায়কের বিষয়। হাসপাতালের ল এন্ড ওর্ডার ক্রাইসিস হলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
প্রসঙ্গত, ওন্দা হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে তৃণমুল-বিজেপি তরজা শুরু হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূলের একটা অংশের দাবি, টাকার বিনিময়ে দলের ব্লক সভাপতি ও বিজেপি বিধায়কের যোগসাজসে ২৮ জনকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বেআইনিভাবে নিয়োগের বিরুদ্ধে বুধবার রাস্তা অবরোধ শুরু করেন।
আরও পড়ুন: চুক্তিভিত্তিক নিয়োগে সরব তৃণমূলের একাংশ, অবরোধে বিজেপি
মঙ্গলবার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ঠিকাদার সংস্থার অধীনে ২৮ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। এই নিয়োগের পর থেকেই ওন্দা ব্লকে তৃণমূলের একটা অংশ ক্ষোভে ফুঁসতে শুরু করে। বুধবার সকালে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের একটা অংশ। পাশাপাশি ওন্দা বিজেপি বিধায়কও তৃণমূল ও হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। এরপরই ওন্দা হাসপাতালের তৃণমূলের সঙ্গে যোগসাজোসকারী চিকিৎসকদের বিরুদ্ধে এমনই মন্তব্য করেন তিনি।
দেখুন আরও অন্যান্য খবর: