পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের শক্তিগড় পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো আবগারি আধিকারিক। আবগারি আধিকারিক পরিচয় দিয়ে চলছিল ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকার তোলাবাজি। এতে অতিষ্ট হয়ে উঠেছিল শক্তিগড় এলাকার বহু ব্যবসায়ী। গত ২৩ অগাষ্ট এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শক্তিগড় থানার পুলিশ। রবিবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয় ভুয়ো আবগারি আধিকারিক। ধৃতের নাম শুভেন্দু কুমার। সে মেমারি থানার অন্তর্গত পলসার বাসিন্দা। সোমবার তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ।
অভিযোগ, শুভেন্দু বেশকিছু দিন ধরেই শক্তিগড় এলাকায় নিজেকে আবগারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি চালাচ্ছিল। হোটেল ব্যবসায়ী সহ অন্যান্যদের কাছ থেকে ভয় দেখিয়ে মোটা টাকা চাইতো বলে অভিযোগ। না দিতে চাইলে আবগারি আইনে মামলা করা হবে তাদের বিরুদ্ধে বলে হুমকি দিত শুভেন্দু।
আরও পড়ুন: চক্রান্ত করে নবান্ন অভিযান করছে, সরব তৃণমূল
পুলিশ সূত্রে খবর, শক্তিগড় থানার হীরাগাছির বাসিন্দা স্বরস্বতী লোহার থানায় লিখিত অভিযোগ করেন, অবৈধভাবে মদ বিক্রি করছে এই অজুহাত তুলে শুভেন্দু মোটা টাকা দাবি করে। তিনি ওতো টাকা দিতে পারবেন না বলে শক্তিগড় থানার দ্বারস্থ হন। এদিকে শক্তিগড় থানার পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। তাতে বিনা নম্বর প্লেটের বাইকে ঘোরা এক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। রবিবার রাতে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে নেয় সে পূর্ব বর্ধমান জেলা আবগারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি চালাচ্ছিল।
দেখুন আরও অন্যান্য খবর: